আমি চোখ মেলে দেখি-
জানলা দিয়ে ভোরের আলো
ঢুকছে আমার ঘরে।
যুগের অন্ধকার উধাও একি-
ভোরের বাতাস বলে গেল,
খরার ফাটলে মুক্ত ঝরে।
অন্তরেতে সকাল দেয় উঁকি-
মুছে গেল যা কিছু কালো-
নতুন উপলব্ধি স্নিগ্ধ ভোরে।
সত্যি বলছি জীবন ফাঁকি-
যদি নিজের সাথে না চলো,
তাকে চিনবে তারই বরে।
অন্ধ রাতেও জ্বলে জোনাকি-
শান্ত যা তাইই ভালো-
পেলাম তার মহিমা নতুন করে।