একজন মানুষ কতটা বোকা হতে পারে-
যে একটা মিথ্যাকে সারা জীবন চোখ বুজে বিশ্বাস করবে।
সময়ই তার চোখ খুলে দেবে।
আর যদি গোটা একটা দেশের মানুষ হয়!
দেশের মানুষের ভুল ভাঙতে সময় লাগে মাত্র পাঁচ বছর।
কারণ তারা কথা শুনে বিশ্বাস করে না,
বিশ্বাস করে কাজ দেখে।
একটা বোতাম টিপে মানুষ জানিয়ে দেয় তার অধিকার-
তার ক্ষমতা অনেক,
তবুও সে টোপ গেলে পুকুরের মাছের মতো,
ছিপে ধরা পড়ে,
বাজারে চালান হয়,
বিক্রি হয় মানুষেরই কাছে
কিন্তু মানুষের পেটে যাওয়ার আগেই জলে লাফিয়ে পড়ে!
না, মানুষ মানুষের পেটে যায় না!
মতদান বাঁচুক। গণতন্ত্র বাঁচুক। মানুষ বাঁচুক।
দেশ বাঁচুক; না, না, বিশ্ব বাঁচুক।
এখন পাঁচ বছরের বেশি কোনো মানুষই আর বিশ্বাস রাখতে চায় না।
যদি কিছু রেখে থাকে,
তাহলে সেটা ভালোবাসা।
মানুষ মানুষের জন্য বটে,
মতদানের জন্যও বটে।