কার অপেক্ষা করিস তুই
প্রেম, পয়সা না প্রগতি।
চোখ মেলে দেখ তারে।
তার আলোর মত গতি।
কার হিসাব করিস তুই
কত লাভ হল, কত ক্ষতি।
চোখ মেলে দেখ তারে।
তার আলোর মত গতি।
কার সৌন্দর্য দেখিস তুই
ফুল, রামধনু না প্রজাপতি।
চোখ মেলে দেখ তারে।
তার আলোর মত গতি।
রাজা, প্রজা না ভিখারী
ভাবিস কী তোর পরিণতি।
চোখ মেলে দেখ তারে।
তার আলোর মত গতি।
সূর্য, চাঁদ না তারা
মাপিস বৃথা কার দ্যুতি।
চোখ মেলে দেখ তারে।
তার আলোর মত গতি।
শিব, কৃষ্ণ না কালী
কারে দিবি বল আহুতি।
চোখ মেলে দেখ তারে।
তার আলোর মত গতি।