সব সিংহের একই কেশর।
সব হাতির একই শুঁড়।
সব বাঘের একই লেজ।
সব ঘোড়ার একই খুর।
সব কুকুরের একই ডাক।
সব পাখির একই ডানা।
সব সাপের একই ফণা।
সব মশার একই কামড়।
কিন্তু সব মানুষের মুখ আলাদা।
চুলের স্টাইল আলাদা।
নয়নের তারা আলাদা।
মনে কী আছে,
তার প্রকাশ মুখে।
কুটিল চালাক অহংকারী না বোকা।
ভালো না শয়তান।
সৎ না অসৎ।
মিষ্টি না তেতো।
অনেকে আবার বাইরে মিষ্টি,
ভিতরে তেতো।
সেটা অন্য প্রসঙ্গ।
সব জানোয়ারের একই ধর্ম।
মানুষ উন্নত জানোয়ার-
সব জানোয়ারের গুণ তার ভিতরে-
সব মানুষের মান ও হুঁশ এক নয়।
অনেকের আবার থেকেও নেই।
যেমন হাতের পাঁচটা আঙ্গুল আলাদা।