এ কেমন আজব খেলা!
দারুণ শত্রু মিত্র ভাব,
অথচ সবাই সমান সমান!
গতি থাকলেও মানের অভাব।
তোমার চেয়ার আমার চেয়ার,
তোমার বাড়ি আমার বাড়ি।
আমার ধুতির কোঁচা ধরে মারো যদি টান,
তোমার আঁচল ধরে মারবো টান- এতটাই বাড়াবাড়ি।
সাধারণকে দাঁড় করিয়ে চোরাবালিতে
তোমার আমার কাদা ছোঁড়াছুঁড়ি।
কিন্তু সাধারণেই ধরবে হাল-
জেতার পরে ভুলেই যাই করোনার মহামারী।
কিছু কাজ তো করতেই হবে,
নইলে শক্ত বালিতে দাঁড়াবো কিভাবে?
তাই সাধারণের হাত ধরে তাদেরকে চোরাবালি থাকে
উঠতে সাহায্য করা নিতান্তই মৃত স্বভাবে।
সাধারণ বোকা, আবার চালাকও।
বোকা কারণ খেলার ফাঁদে পা দিতে বাধ্য।
চালাক কারণ মতামতের গোপনীয়তা-
মানুষ চেনা নয়কো অসাধ্য।
আজব দেশের আজব খেলা,
আজব রাজা, আজব সাধারণ।
আজব নয় কেবল একটাই শব্দ- গণতন্ত্র:
আজবের ভিড়ে সে এক সত্য কথন।