যার অপেক্ষায় আছি মোরা, সেই লাঞ্ছিত আজ।
যার জন্য আরাধনায়, কেড়েছি তার কাজ।
যাকে পুজো করবো বলে সাজিয়েছি ডালা, জ্বেলেছি প্রদীপ,
সেই মা যে রক্তে ভাসে- অন্ধকারময় দ্বীপ।
সকল মায়ের অশ্রু যখন দিতে পারবো মুছে,
পুজো হবে সার্থক ভাই, কলঙ্ক যাবে ঘুচে।
মেয়ে যে মায়ের জাতি- সূর্যের মতো সত্য।
সে যদি হয় অসুরের শিকার সভ্যতাই ব্যর্থ।
সকল নারীর মান যেদিন থাকবে এই সমাজে,
মা দুর্গা হবেন খুশি- নারীর অসম্মান কেবল লাজে।
পুজো করি মাটির, রক্ত মাংসের নয়।
স্পন্দন ছাড়া কি ভক্তি জন্মায়!