ঘরের মানুষ,
তবু ঘরে নেই ঠাঁই!
বলুন তো বাবুরা
তবে কোথায় গিয়ে দাঁড়াই?
চোদ্দ পুরুষ সেই সিন্ধু সভ্যতার লোক,
বাইরে থেকে আসেনি কেউ বটে!
লম্বা সাদা মানুষ গুলো কি লিখেছিল
কালো বেঁটে মানুষ গুলোর ঘটে?
ঠেলা খেতে খেতে পেরিয়েছিলাম শহর,
কিছুদিন ছিলাম গ্রামে।
গ্রামের পথে তাড়া খেয়ে
বেছেছিলাম জঙ্গল ক্রমে ক্রমে।
জঙ্গলেও ঠাঁই নেই
গাছ কাটা শুরু।
পশু শিকার থেকে পাখি হত্যা-
শিক্ষিতর হিংস্রতাই গুরু।
বাঁচবো বলে তুলেছিলাম অস্ত্র-
নিজের ভূমিতে টিকে থাকার সংগ্রাম।
বাবুরা বললো দেশদ্রোহী,
তাই ফাঁসিই পরিণাম।
স্বাধীনতার পরেও মুক্তির পথ নেই------
কিছু মানুষ ভাবেন আমাদের জন্য-
সভ্যতার পথ তারাই দেখান।
বাকিরা বনে না থেকেও বন্য।
কৃষি কাজ করি, মাছ চাষ করি,
করি লেখাপড়া।
সব মানুষেরই বংশানু এক,
তফাৎটা কেবল মনগড়া।