১) আড্ডা
নিজের সাথে আড্ডা মারি-
প্রাণ খুলে কথা বলি নিজের সাথে :
কখনো হাসি, কখনো কাঁদি।
নিজেকে বিকাশ করার উত্তম পদ্ধতি-
যে নিজেকে পড়তে পারে, সেই সফল হয়।
অন্যের সাথে আড্ডা মারা মানে
অন্যের মত বোঝার মতো বয়ে বেড়ানো-
এতে বিকাশ ঘটে কিনা জানি না,
তবে বিকার এসে যায়।
২) বিজ্ঞানীর বিলাপ
বিজ্ঞানী বললেন,
'দেশে সাধনার সুযোগ নেই, তাই বিদেশে পাড়ি জমিয়েছি।
লোকে ভাবছে আমি লোভী'।
বিজ্ঞানী বললেন,
'আমার ফর্মুলা বড়কর্তারা বেঁচে দিলেন।
আমি পেলাম দেশদ্রোহিতার তকমা,
আর ওরা কামালো টাকা' ।
বিজ্ঞানী বললেন,
'আমার আবিষ্কার চেপে দিল সংস্থা,
পুরস্কার থেকে বঞ্চিত হলাম।
লোকে ভাবে আমি পাগল' ।
বিজ্ঞানী বললেন,
'কোথায় যাবো?
যে দেশে ভোট দিই,
সেখানে কাজ নেই।
যে দেশে কাজ করি,
সেখানে নাগরিক হয়েও ভোটার তালিকায় নাম নেই'।
বিজ্ঞানী বললেন,
'সাধারণে চেনে না,
অসাধারণ অযথা প্রশ্ন করে'।
বিজ্ঞানী বললেন,
'যারা নিজের চেষ্টায় দাঁড়ায়, তাদের জ্বালা সব থেকে বেশি'।