বৃষ্টি চালা ঘরে এক হাঁটু জল।
বৃষ্টি পাঁচ তলার লিফ্ট জলের তলায়।
বৃষ্টি গ্রাম গঞ্জ টলমল।
বৃষ্টি দু চোখ বুজে শহর তাকায়।
বৃষ্টি সাঁতার জেনে লাভ নেই।
বৃষ্টি অল্প জলে কুমীর খাবি খায়।
বৃষ্টি হাঁটু জলে ডিঙা চলে কই।
বৃষ্টি খাঁচার বাঘ অরণ্য চায়।
বৃষ্টি গোমড়া মুখে উধাও হাসি।
বৃষ্টি চেনা ছন্দে অচেনা সুর।
বৃষ্টি মুক্তির আকাশে অশনি মেঘ উঠেছে আসি ।
বৃষ্টি অযথা অবকাশে স্পন্দন চুর।
বৃষ্টি সময়ের হিসেব মানে না।
বৃষ্টি অকালে ঝরে না।