১) আজ মুড অফ
অনেক দিন পরপর খারাপ লিখতে লিখতে
হঠাৎ ভালো লিখে ফেলি।
অনেক দিন পরপর ভালো লিখতে লিখতে
হঠাৎ খারাপ লিখে ফেলি।
লেখা কখনও ভালো খারাপ হয় না-
সবই নির্ভর করে মনের উপর :
মন ভালো তো লেখা ভালো,
মন খারাপ তো লেখা খারাপ।
লেখাকে দোষ দেওয়া চলে না,
দোষ অবাধ্য মনের।
মানুষ সহজে বাধ্য হয়ে গেলেও,
অবাধ্য মন বাধ্য হতে চায় না।
মনের সাফ কথা জানিয়ে দিলাম।
আর লেখার কিছু নেই।
আজ মুড অফ!
২) স্বভাব
সব কুকুরই প্রভু ভক্ত।
প্রভু যদি তাকে আদেশ দেন,
'আমার বাচ্চাকে পাহারা দাও',
সে দিতে বাধ্য।
কিন্তু ডোভারম্যান বাচ্চা পছন্দ করে না,
তাই তার দায়িত্বে বাচ্চাকে রাখা যায় না।
ডোভারম্যানকে বিশ্বাস নয়!