১) আজ মহালয়া।
আজ মহালয়া।
অজ্ঞানতার সকল অন্ধকার দূর হবে আজ।
শিক্ষকরা জাগুন।
আজ মহালয়া।
মৃত্যুপুরীর সকল রোগের অবসান হবে আজ।
ডাক্তাররা জাগুন।
আজ মহালয়া।
দিনকালের সকল শত্রুর মৃত্যু হবে আজ।
সৈনিকরা জাগুন।
আজ মহালয়া।
খাদ্যাভাবের সকল হাহাকারের বিনাশ হবে আজ।
কৃষকরা জাগুন।
আজ মহালয়া।
সময়ের সকল ধ্বংসের বিলুপ্তি হবে আজ।
কারিগররা জাগুন।
আজ মহালয়া।
ঘুমের সকল জড়তার সমাপ্তি হবে আজ।
সকলের হৃদয় জাগুক।
২) দেবীপক্ষ
দেবীপক্ষ বারো মাসই।
বছরে একবার দেবী পুজো করে,
সারা বছর মহিষের পুজো করাটা
একেবারে বাঞ্ছনীয় অপরাধ।
সারা বছর যে অসুরেরা তৈরি হয়,
তারা এক পুজোয় মরে না-
তাই তো দেশে এতো বিশৃঙ্খলতা।
আসুন বারো মাস দেবী পুজো করি
আর প্রতিদিন বলি দিই নিজের আসুরিক সত্তাকে।