ওরা আমার মাথায় লাঠি মেরেছিল,
জ্বালিয়ে দিয়েছিল দলের অফিস।
এরা আমার লোককে মিথ্যে ফাঁসালো,
আমার মাটি জল বাতাসে মেশালো বিষ।
আমি লড়ে গেছি, লড়ে গেছে আমার সত্তা-
মেরুদণ্ড ভেঙে গেলেও মাথা নত করিনি।
শক্তি দিয়েছে মানুষ, শক্তি দিয়েছে মা-
মাটিতে দাঁড়িয়ে হাল ধরেছি, অথৈ জলে ডুবিনি।
সংগ্রাম সবে শুরু হল পূবের সূর্যোদয়ের মতো:
এখনো অনেক পথ চলা বাকি।
কান পেতে শুনে যাবো মানুষের ক্ষত...
রাত যতই গভীর হোক বেঁচে থাকে জোনাকি!
আমি হার মানিনি, না হার মানবো।
অন্যায় অপরাধের শেষ দেখে ছাড়বো।