তুমি সমুদ্র আর আমি পিপাসা
তুমি হৃদপিণ্ড আর আমি তার স্পন্দন,
আমি পথহারা পথিক,তুমি গন্তব্য।
তুমি ছুটে চলা ট্রেন,আমি স্টেশনের অবহেলিত বাতি,
আমি যদি শুকতারা হই,তুমি অধরা চাঁদ,
তুমি ভালোবাসা আর আমি নির্বোধ প্রেমিক।
আমি হৃদয় নিংড়ানো দুঃখ আর তুমি সুখের পেয়ালা,
আমি শিরায় বয়ে যাওয়া মায়া
আর তুমি টলমল চোখের জল।
তুমি কাঁচা ফুলের গন্ধ মাখা মৌমাছি
আর আমি বয়ে যাওয়া নদী,
আমি আগুনে পোড়া আহত শহর আর তুমি পাগলামি।
তুমি অভিমান আর আমি কান্নায় আঁকা জলছবি
আমি যদি কুয়াশার চাদরে ঢেকে থাকা আদর হয়,
তুমি হবে শরতের চির স্বাধীন মেঘ।
আমি দুঃখ মেশানো জল আর তুমি বিষাদের কারণ,
তুমি সুখ আর আমি নব যৌবনে পা দেয়া তরুণীর হাসি।

২০.০৮.২০২২।
আজিমপুর,ঢাকা।