গরীবদের সেদিন ঈদের কাপড় বিলিয়েছিলেন মন্ত্রী
কষ্ট করে বৃষ্টির মাঝেও মন্ত্রী এসেছিলেন কাপড় দিতে
কিন্তু ছোটলোক তো ছোটলোকই
ঠিকমত লাইন ধরে বসতেও পারেনা
মন্ত্রী ভালমন্দ দু কথা বলবেন সে কথা শোনার ধৈর্যও নেই ওদের
ছোটলোক তো ছোটলোকই
কথা কি কান দিয়ে শোনে? চোখ ওই কাপড়ের ওপর
দু'চারটা সাংবাদিক এসেছে,
কাপড় নেবার সময় ক্যামেরার দিকে একটু তাকা!
তা না! ছোটলোক তো ছোটলোকই
কাপড় নেবার সময় হুঁশ কি আর থাকে!
পাড়াপাড়ি করতে গিয়ে মারা গেল দুইটা বুড়ি
ছোটলোক তো ছোটলোকই
এজন্যই আগে মন্ত্রী আর তাঁর সাঙ্গোপাঙ্গরা
বুদ্ধি করে আগেই ঘণ্টা দুয়েক বক্তৃতা করেছিলেন
দেশের উন্নয়নের খাতগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন
আর দাঁত কেলিয়ে সেলফি তুলে আপলোড করেছিলেন
আর আমরা এই মহান মন্ত্রীর মহানুভবতার গুণগান করেছিলাম ।