দৃশ্যপট বদলে গেছে,
কাঁদামাটিও আজ বিষাক্ত ৷
শহরটা বদলে গেছে,
প্রকৃতি যে বিরক্ত ৷

ভীষন ভালো লাগা গান আর
শোনা হয়না,
শুধু নাগরিক কোলাহল ৷
তোমায় ভেবে আর কাঁদা হয় না,
গন্ডারটা মৌটুসীর মত চঞ্চল ৷

বইয়ের
ভেতরে জেগে থাকা রাত,
বন্ধুত্বের সেই সবুজ মাঠ,
পাগলামির অক্লান্ত প্রহর,
সিডাক্সিনের মতো মাথায়
বুলানো হাত,
নদীর বুকে ছুটে আসা প্রভাত,
সবই ইতিহাসের পাতায়,
বদলে গেছে চিরচেনা সময় ৷

আজ শুধু অভিনয়,
সবকিছু ঝুলে আছে স্বার্থপরতায় ৷
তবুও বেঁচে আছি,
বেঁচে থাকতে হয় ৷