কত রাত কাটা দুঃস্বপ্নের ঘোরে,
কাকে যেন মনে পরে।

হৃদয়ে প্রচণ্ড ব্যথা,
মনে চাপা কথা।

কাউকে যায় না বলা, কে বুঝবে মোরে?
হারানোর ব্যথা বলে কারে!

এ কেমন নিস্তব্ধতা ?
পাষণ্ড নীরবতা!

বলে তো বুঝানো যায় না,বিনিদ্র রাতি,
অব্যক্ত অনুভূতি হয় সাথী।

কারো দেয়া ব্যথা,
গহীন মনকোণে আঁকা।

ভুলিতে ইচ্ছে তাকে খুবই,
তবু ভাসে তার ছবি।

আমার ভ্রান্ত মনে,
প্রতি ক্ষণে ক্ষণে।

ক্ষত-বিক্ষত মনে, যখনি স্মৃতির রক্ত ঝড়ে,
কাঁদি, কেন মনে পড়ে?

বিষাদের আঁচড় কেটেছে,
এই মনের মাঝেতে।

হয়ত ভালোবাসায়, নয়ত ঘৃণাভরে,
মনে নিশ্চই পড়বে তারে,

যেই হোক সে,
বলব না কাউকে।

রচনাকাল-২৫-০৬-২০০৯ ইং