শোন হে পথচারী,
মুসাফির বায়তুল্লাহর,
খোদার দীদারের আকাঙ্ক্ষী,

দীল থেকে বের করে দাও,
সৃষ্টি থেকে হওয়ার এক্বীন ।
দীল থেকে কর বাহির
মাখলুকের মুহাব্বাত।

শোন হে পথযাত্রী,
মাল থেকে সম্যস্যা সমাধান হয় না,
মাল দিয়ে শান্তি আসে না,
মাল দিয়ে ইজ্জত আসে না,

সমস্যা সমাধানকারী আল্লাহ,
শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।
ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

যারা এই দুনিয়ার চাকচিক্যের পেছনে পড়েছে
তারাই ধোকাগ্রস্ত।

মাওলার সাক্ষাতের জন্য পবিত্র দীল চাই।