মেয়ে কে তুমি?
ফেরিওয়ালী!
এলোচুলে বসে আছ কার প্রতিজ্ঞায়?
কেন? স্বপ্নের অপেক্ষায়।
স্বপ্ন! জেগে জেগে?
আপনি তো দেখছি ভারি বোকা লোক স্বপ্নই চেনেন না।
মানুষ নিদ্রায় বিভোর হয়েই তো স্বপ্ন দেখে।
হা হা হা হা!!!
আরে এই মেয়ে তুমি হাসছ কেন?
যে ইচ্ছে মানুষের নিদ্রাকে উড়িয়ে দেয়,
পড়ে গেলে আবার উঠে দাঁড় কারায়,
হেরে গেলেও আবার লড়তে শেখায়,
যে আশায় মা তার সন্তানকে লালন করে,
পিতা যার জন্য ঘাম ঝড়ায়,
তাই তো স্বপ্ন।
বাহ তুমি তো বড় আজিব মেয়ে।
সত্যি শুধু আমি না,
এই পার্কের প্রতিটি গাছ
কিচিরমিচির করা পাখিরা,
এই মাটি, পাথর টুকরো,
সবাই সবাই তোমাকে দেখছে মন ভরে।
তোমার কথামালা গেঁথে নিচ্ছে মনোপ্রাণে।
এদেখা শুধু তোমার বাহ্যিক সৌন্দর্যকে নয়।
তোমার ভেতরে থাকা স্বপ্ন পিপাশু,
স্বপ্নের ফেরিওয়ালীকে।