এই দুনিয়ায় না কাউকে কিছু বলার আছে
না এখানকার কোন বস্তুর স্বাদ হাসিল করার আছে,
মনে আশা শুধু মাহবুবের দেখা ,
মাওলার সাক্ষাতের অপেক্ষায় মন অস্থির ।
না আছে বাড়ী তৈয়ারের খায়েশ , না আছে গাড়ী চড়ার আয়েশ
না আছে টাকার-পয়াশার ভোগ, না নতুন কোন তৃষ্ণা ,
দীল আপেক্ষায় আছে সেই দুতের ,
যার পয়গাম থেকে আমি গাফেল নই
যার পয়গাম আসেবে সবার কাছে,
সবাইকে নিয়ে যাবে পরপারে।
দুনিয়ার যদি কোন খায়েশ থাকে , তা হল
মাওলার কাছে ভিক্ষা চাইব, অশ্রু সজল নয়নে
আর , দেশে-দেশে মানুষের দ্বারে দ্বারে
গিয়ে বলব " লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।
বলব হে আল্লহর বান্দা আল্লাহর সাথে দুস্তি করে নেও,
সব পাবে ,
দীলের ঠান্ডা আর কোথাও নাই ।
মুহাম্মাদ সাঃ এর সুন্নাত জিন্দেগিতে নিয়ে আস কামিয়াব হয়ে যাবে।
একবার মুহাব্বতে করে তো দেখ , এ কেমন মাহবুব
একবাব জান-মালের বাজী খেলে তো দেখ , এ কেমন গনী
একবার চোখ খুলে তো দেখ তাঁর খাজানা কত বড়
একবার ভিক্ষা চেয়ে তো দেখ , কেমন দেনেওয়ালা।"
আর কোন লজ্জত নেই, আর কোন আশা নেই ।
সেই মাহবুবের সাক্ষাতের অপেক্ষায়
যাকে না দেখে লোকে শুলিতে চড়ে গেছে
তরবারীর সামনে গর্দান কাটিয়ে দিয়েছে
যার মুহাব্বতে ছেড়া কাপড়ে আর খালি পেটে
জীবন শেষ করে দিল কত প্রেমিক।
তোমার সাক্ষাতে ধন্য হতে চাই মাবুদ-মাওলা
যদি অল্প সময় দুনিয়ায় বাকী থাকে
মানুষের কাছে তোমার বড়ত্ব আর মহত্ব বলার জন্য নিয়ে যাও দেশ থেকে দেশান্তরে।
অন্তিম মুহুর্ত্য পর্যন্ত বলতে চাই
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।