আমাদের কবিতাগুলো শুধু কবিতার নাম বা শিরোনাম দেখায়। সবসময় শুধু কবিতার নাম দেখে তার বিষয়বস্তু সম্পর্কে ধারনা করা যায় না । তাই অনেক ভাল লেখা পড়া নাও হতে পারে । কারন একজনের পক্ষে আসরের সব কবিতা পড়া হয়ত সম্ভব না ।
ভাল কবিতা পড়তে সকলের আগ্রহও বেশি ।
তাই "কবিতার আসর " ওয়াল ঠিক রেখে নতুন এমন একটি ওয়াল বানানো যেতে পারে যেখানে কবিতার নাম বা শিরোনাম এর সাথে কবিতার ৪ বা ৬ লাইন প্রদর্শন করবে। নতুন প্রকাশিত কবিতা ক্রমানূসারে থাকবে।
এতে করে বিষয়বস্তু সহজে অনুমেয় হবে।
এতে ভাল কবিতার পাঠ অনেক বাড়বে এবং সুন্দর রুচিশীল কবিতা লেখার প্রতি কবিদের আগ্রহও বেড়ে যাবে। বাংলা সাহিত্যে সমৃদ্ধ হবে সুন্দর রুচিশীল কবিতা দিয়ে।
এডমিন সহ সকলকে ধন্যবাদ।