আমার দীল বদলে দাও
আমার গাফলেতে মগ্ন দীল বদলে দাও।
খোদা দয়া কর, দীল বদলে দাও
বদলে দাও দীলের দুনিয়া।
আমার অবাধ্য দীল বদলে দাও
গুনাগার হয়ে আর কত বয়স পাড় করব ।
বদলে দাও আমার রাস্তা, দীল বদলে দাও,
আমার গাফলেতে ডুবা দীল বদলে দাও।
হৃত্স্পন্দনে তোমার নাম শুনে তৃপ্ত হব,
করব কুরবানী নিজের সব খুশি, দীল বদলে দাও।
তুমি ভালবেসে দীল বদলে দাও
আমার গাফলেতে ডুবা দীল বদলে দাও।
পড়ে আছে তোমার দ্বারে দীলের টুকরা
থাকতে চাই না ভাঙা দীল নিয়ে ,
আল্লাহ্, দীল বদলে দাও
আমার গাফলেতে মগ্ন দীল বদলে দাও।
তোমার জান্নাতে যেতে চাই আল্লাহ্
ফরিয়াদ কবুল কর মাওলা
করে নাও নিজের বান্দা , দীল বদলে দাও,
আমার গাফলেতে মগ্ন দীল বদলে দাও।
(জুনায়েদ জামসেদ এর “মেরা দীল বদল দে” অনুসারে লিখা, তারিখঃ-৩১.০৫.২০১৬ ইং)