এ মাটি,  আমার মাটি
আবাদ থেকো তুমি ।
যেখানেই থাকি
হৃদয়ে থাক তুমি।

তুমি আমার মঞ্জিল,
পরিচয় তোমার থেকেই,
দুনিয়ার যেখানেই পৌঁছি
ভিত্তি তুমিই থাক।

এ মাটি, আমার  মাটি
আবাদ থেকো তুমি ।
যেখানেই থাকি
হৃদয়ে থাক তুমি।

তোমার উপর কোন দুঃখের আঁচর
আসতে দিব না,
তোমার উপর জান কুরবান,
স্বাধীন থাকবে তুমি।

এ মাটি, আমার  মাটি
আবাদ থেকো তুমি ।
যেখানেই থাকি
হৃদয়ে থাক তুমি।

(একটি হিন্দি গান এর অনুসরনে)