দূরত্ব ঘুছে দাও
নিকটে ডেকে নাও
দীলের যে তাম্মান্না
সাক্ষাত দিয়ে দাও

গাফলত কি পর্দা
হটে দাও,  মুছে দাও

পথহারা মুছাফির
রাস্তা দেখে দাও।
দীলের ঐ আগুন
রহমতে নিভে দাও,

দূরত্ব ঘুছে দাও
নিকটে ডেকে নাও
দীলের যে তাম্মান্না
দীদারে মজে দাও

গুনাহে ডুবন্ত
হাত ধরে টেনে নাও,
ও দীলের হেকীম
বাতেনী শেফা দাও।

জাহলতের আধারে
ঐ নূর থেকে নূর দাও।
ইশকের পিপাশু
মারেফাত পিয়ে দাও।

মুসাফিরকা মঞ্জিল
রাহবারি করে নাও।
ভিখারির ঝুলি মে
বেলায়েত মিলে দাও।

দূরত্ব ঘুছে দাও
নিকটে ডেকে নাও
দীলের যে তাম্মান্না
দেখা দাও,  দেখা দাও।


হারদম হারপাল
জিকরে মজে দাও
শ্বাসের বাতাসে
আল্লাহু জপে দাও

দীলের ধারকানে
ও জিকর শুনে দাও
আপনা বনে যাও
মোহাব্বত করে নাও!!

জান্নাত কি খুশব!!
ছে মে কিয়া কারু
ইশকে ইলাহী,
দীদারে মজে দাও।

দূরত্ব ঘুছে দাও
নিকটে ডেকে নাও
দীলের যে তাম্মান্না
দীদারে মজে দাও।