মহামারী করোনা!
বাড়ি ছেড়ে যেও না।

বসে থাক ঘরে
ধোয়ে হাত পরে,

বাজারেতে যেও না
ঠান্ডাটা খেও না,

কিছুক্ষণ পর পর
নুন পানি গরগর,

চোখে নাকে  মুখে হাত
দিতে মানা দিনরাত,

আড্ডাটা বন্ধ
বেড়ানোটা মন্দ,

আপাতত ঘরে বসে
পড়াশোনা কর কষে,

এতটুকু চেষ্টা
বান্দার শেষটা,

বাকী দয়া আল্লাহর
বাঁচা মরা হাতে তার,

চল ভাই চাই মাফ
ধোয়ে পাপ হলে সাফ,

করোনার হবে শেষ
আসবে শু-পরিবেশ ,

আবার কোলাকুলি
ভাই ভাই সকলি।