বান্ধবী তুমি মানবী তো নও
বিধাতার আঁকা ছবি।
তোমাতে যে জন দৃষ্টি দিয়েছে
বাধ্য সে হতে কবি।
অবয়বে দৃষ্টি পড়েই
মনের নাটাই আকাশ পানে,
ছুটছে সে মন বিজলী বেগে
কালো মেঘের ঐক্যতানে!
এলোচুলে দোল খেয়ে যায়
সেই দোলাতে ক্ষনিক দুলে।
সত্যি করে বলছি আমি
নিজকে যাবেই ভুলে।
কালো চোখের হাতছানিটা
মায়ার পোশাক পরে,
নির্ঘুম রাত কাটায় প্রেমিক
স্বপ্ন ঘোড়ায় চরে।
ছবিটি তোমার
প্রিয় ভিষণ।
দৃষ্টি জুড়েই
জাদুর মিশন।
ডান কপোলে দ্যায় পাহাড়া
বসে ছোট্ট তিল।
বদনজর যে, না দেয় কোন
কাক শকুন বা চিল।
ধন্য আমি তোমায় পেয়ে
আজকে আমার পাশে।
তোমার হাসি দিবাজামি
আমার কানে ভাসে।
বন্ধু আমায় রেখ মনে
'ভুল' বুঝনো না ভুলে,
জীবন খানি বিলানো য়ায়
এমন বন্ধু হলে।