ফুল বালিকা ফুল বালিকা
যাচ্ছ তুমি কই?
একটু যদি থামতে তুমি
সঙ্গী আমি হই।
আনমনে ঐ ভেজা পথে
চলছ কি তাই ভেবে?
সঙ্গীহীনা একলা পথে
আমায় সঙ্গে নেবে?
হোঁচট হেলে,
ধরব টেনে,
বিঁধলে কাটা
খুলব জেনে।
আর একটু
করে ছল,
যদি কাঁদ
মুছব জল।
ভয় পেলে গো
সাহস দিব,
কণ্টক পথটা
আগলে নিব।
তবু সাথে
তোমার নাও,
একটু হাস্য
দৃষ্টি দাও।
হলুদ ফুল
আর হলুদ জামা,
লাল উড়না পরা
লাল পাজামা,
ফুল বালিকা ফুল বালিকা
লাগছে তোমায় বেশ,
না নিলে কিন্ত দিব আড়ি
বলছি কথা শেষ।