ভালো চর্চায় ভালোই বাড়ে
মন্দ চর্চায় মন্দ,
কোমর বেঁধে অংক কষলে
দূর হয়ে যায় দ্বন্দ্ব।

কাব্য চর্চায় পাকা কবি
বাহ বাহ আজ সফল,
রং-তুলিতে জ্যান্ত ছবি  
শিল্প চর্চার ফল।


জ্ঞানের নেশায় ছুটছে সাধক
জ্ঞানের অভাব তার,
অল্পজ্ঞানী বেশি ঝাড়ে
অজ্ঞতার বাহার।

লেখা চর্চায় সুন্দর লেখা
বানান হয় নির্ভুল,
দুখু মিয়া চর্চা করেই
বিদ্রোহী নজরুল।

ক্বারী সাহেব শুনায় কোরআন,
লাগে সু-মধুর।
এর পিছে সে এক করেছে
রাত-সকাল আর ভোর!

ডাক্তার সাহেব রোগীর সেবায়,
নাই যে রবি সোম,
জাহাজ নাবিক যাত্রা করে
দেয় না বসে ঘুম।  

মৌমাছির ওই নাচানাচি
ফুল থেকে যায় ফুল,
বিনা চর্চায় মৌচাকে তাই
লোভ করলে হবে, ভুল।

সালিক চলে সাধন করে
পায় যে খোদার দ্বার,
আশিক-মাশুক দীদার পেয়ে
হবেন একাকার।