সফলতার জীবনটা চাও
বসে কেন মিছে?
খোদার নামে শুরু কর
লক্ষ্য জয়ের পিছে।
ভেবে ভেবে লাভ হবে না
করতে হবে কাজ,
জয়-পরাজয় আল্লাহর হাতে
কিসের তবে লাজ।
পরাজয়ে ডরে না বীর
এই মন্ত্র তোমার গুরু,
হোঁচট খেলে উঠে দাঁড়াও
আবার যাত্রা শুরু।
হেরে যাওয়ায় সব শেষ নয়,
হার মানাতে শেষ।
বীর যুদ্ধারা হার মানলে কি?
পেতাম স্বাধীন দেশ।
পথ হলে হোক কাটা ঘেরা
কেটে করব সাফ,
যাত্রা একবার হলে শুরু
পার হব সব ধাপ।
জীবন মানেই উঁচু-নিচু
কষ্ট করে চাষ,
ব্যর্থতাকে মানব না তাই
থাকতে একটা শ্বাস।