আমি!
ক্লান্ত হলেও ভ্রান্ত নই!
শান্ত হলেও ক্ষান্ত নই!
চোখ মুদলেও অন্ধ নই!
না বললেও মূক নই!
শুনিনি তাই বধির নই!
বন্ধী কিন্তু প্রতিবন্ধী নই!
পরাধীন কিন্তু পরাভুত নই!
নিপীড়িত কিন্তু পীড়িত নই!
আঘাতপ্রাপ্ত কিন্তু পক্ষাঘাতগ্রস্থ নই!
প্রতিবাদ করিনি তাই নির্বোধ নই!
আমি!!
চলতে থাকব,
করতে থাকব,
লড়তে থাকব,
দেখতে থাকব,
আমি!!!
মুখে জবাব দিব না,
জবাব আমার কর্ম!
একটু পিছু হেটে দেখ
জবাব পেয়ে যাবে!
আমার!!
এ শুধু অবাক চাহনি নয় !
দৃষ্টিতে দূরদৃষ্টি!
দু'চোখ ভরা লক্ষ্য জয়ের স্বপ্ন!
স্বপ্ন জয়ের লক্ষ্য!
আমি!!!!!
সে ভিড়ের পথ ছেড়ে দিয়েছি!
একা আমি নতুন পথের পথিক।
কিছু মানুষ যে দিকে হাটে
সেদিক দিয়েই পথ তৈরি হয়!
এখন!
কি করব? একেই জীবন বানিয়েছি।
আবার আসতে তো পারবনা!!
'কুন ফাইয়া কুন" এর মালিক আছে!
আর কিছুরই পরোয়া করি না।
ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ !
আলো জ্বেলেই দিব।
অন্ধকারকে হত্যা করে,
আলোকিত নতুন দুনিয়া করে দিব।