চার দেয়ালে মলাটবদ্ধ, তরল পাতার শুষ্ক প্রাণ ।
গল্পগুলো সব নায়িকাহীন ব্যর্থ প্রেমের উপাখ্যান ।
স্বপ্নে স্বপ্নবিলাসী স্বপ্নবাজের স্বপ্নহত্যার স্বপ্নযাত্রা,
ভীতুদের ভীতিকর ভীড় পায় খুজেঁ পঞ্চম মাত্রা ।
প্রেয়সীর প্রিয় প্রেমে হাবুডুবু খায় মরুর চোরাবালিতে ।
পাঠিকার চর্বিত কবিতা ঘুরপাক খায় অলিতে গলিতে ।
কল্পবিলাসীর কল্পিত কল্পগল্পে স্বল্পমূল্যে স্বপ্লদৈঘ্য কল্পনা ।
ঘুমে কাতর ঘুড়ি উড়ায় সোনা-রূপার কাঠি ছোঁয়া ঘুমকন্যা ।
আজো আজব আজগুবি কল্পকাহিনী লেখা হয় দেয়ালে ।
বরশিতে টান পড়ে, বাধাঁ পড়ে পুঁটি, পালায় রাঘব বোয়ালে ।
জন্ম জন্মান্তরে জন্মিবার জন্মগত জন্মদাগ মনুষ্যর খেয়ালে ।
অর্থগুলো নাহয় থাকুক কাকের সাথে সাথে অর্থের আড়ালে ।