মনে পড়ে সেদিনের কথা
যেদিন বলেছিলাম,আমি তোমায় ভালবাসি ।
তুমি কিন্তু সেদিন আমার দিকে মুখ ফিরেও তাকাও নি!

কিন্তু কি আশ্চর্য!আজ তুমি কাঁদছ!
তোমার গাল গড়িয়ে অশ্রু নামছে!
সেই অশ্রু,যে অশ্রু সেইদিন পড়েছিল
আমার গাল বেয়ে অন্তরে ।

সেইদিন তো তুমি কাঁদো নি,
তবে আজ কেন কাঁদছ?

আজ কেন আবার ফিরে এসেছ?

কথাটা সত্যি,মিথ্যে না,
নারীদের মন বুঝেন না ঈশ্বরও ।

কিন্তু আজ যে তোমায় আমি গ্রহন করতে পারব না ।

এখন আমি চলছি অসীমের পানে ।