আজি বরষা চলিছে একেলা বহিয়া,
কাঁদিতেছে মন তাই নিভৃতে বসিয়া,
কদমেরা হাসিছে নিজেদের লইয়া,
সময় যায় আমার কাঁদিয়া কাঁদিয়া।
ক্ষীণ প্রাণ মোর জান হবে অবসান,
তাই মিনতি করছি, “ওগো ও মহান,
ভবিষ্যতের ভয় আজ জাগিছে মনে,
বর্ষা বর্ষুক একান্ত আমার সামনে।।”


স্রষ্টা মিনতির প্রত্যুত্তরে জানাইলো,
“কোন কালেই যে ছিল না বরষা কারো,
হবেও না কোনদিন তোমার একান্ত,
বর্ষা বহিবে উপরে সবার অনন্ত।”
ওগো,স্রষ্টা তুমি যে নিষ্ঠুর তা বুঝালে,
আর না কভু প্রভু মিনতি তব তরে।।


-----------------------------
"বরষার আয়োজন"