ওহে বন্দিনী,
তুমি একেবারেই তুচ্ছ!
তুমি হীন!
তুমি সৌন্দর্যহীন পুচ্ছ!
তোমাতে নেই বল!
তোমাতে শুধু ছল!
কেন বাঁধা পড়ে আছো শিকলে?
নেই কি বাহু?
নেই কি পদ?
নিজের ডাকে,
ডাকো বিপদ।
তুমি এক আপদ।
জ্ঞানহীন কপোত।
স্বাধীনতার স্বাদ কি জানা আছে?
তুমি চাক্ষুষমান অন্ধ!
শরীরে মৃতের গন্ধ!
তুমি এক বিকলাঙ্গ!
প্রতিনিয়ত হচ্ছ সাঙ্গ।
তুমি কি সর্বস্বান্ত?
জীবনযুদ্ধে ক্লান্ত?
গিয়েছ কি কখনো ঘরের বাহিরে?
ভুলে যদি যাও,
তবে জেনে নাও,
তুমি মা,তুমি বীরাঙ্গনা,
তুমি দেবী,হিংস্র বাঘিনী।
সবচেয়ে বড় কথা, তুমিও মানুষ।
06-08-2010