শরতের আকাশ, শেষ বিকাল বেলা
আমি তখন হেঁটে চলেছি বালুচরে,
দূরের কাশ ফুল গুলো দুলছে বাতাসে,
তা যেন শুভ্রতার প্রতীক এক।
দূর আকাশে সাদা মেঘ গুলাে
যেন ছুটে চলছে কাঁশ ফুলের দিকে ।
নীল আকাশের বুকে, সাদা মেঘের ভেলা
বিস্ময়ে তাকিয়ে রই,
এ যেন প্রকৃতির খেলা ।
শুভ্রতায় হারিয়ে যাওয়া মন,
তোমাকে বলছে,
চলো উড়ি মেঘে, আমরা এখন ।