শরৎ! তুমি ভেজা কেন?
কে তোমাকে ভেজাল, শীত।
সে তো আসতে এখনো ঢেড় বাকি।
সে এসে আমাকে তাড়া দেয়
জায়গা খালি করে দিতে।
বলে- কতরত্ন নিয়ে বসে আছি
ছিটিয়ে দেব ভূমণ্ডলে।
খেজুরের রস, রবি শস্য্
আমাকে উপহাস করে
আমি স্বলাজে ক্রোদে ভিজে যাই।