শালার কি একটা অবস্থা,
চিপা গলি, খেলার মাঠ, রাস্তার মোড়
কোনো যায়গায় হাটাচলা করতে পারতাছি না,
সব মানুষ কি তোমার মতোন?
নাকি তুমি বাকি সবার মতোন বুঝি না,
শালার একটা মুখের মুখোশ পইরা ভান ধইড়া আছে পুরা শহর।
রাস্তার নেড়ি কুত্তা, সাইনবোর্ড, পোষ্টার শালার সবাই আমারে দেইখা মুচকি হাসে,
তবু আমি হাইটাই চলি একলা
আর মুখোশ দেখি, একিই অবিকল।
খাম্বা খাম্বা ল্যাম্পপোষ্ট গুলা ঘুমায় যায়,
কিন্তু আমি হাটা থামাই না।
আমি চলতেই থাকি বিড়ির ধোয়ায়,
ড্রেনের গন্ধে, মুড়ির ঠোঙায়
থামার কোনো নাম গন্ধ না।
এই মুখোশ পরা শহর থাইক্কে বাইড় হমু বইলা আমি হাইটাই চলি
আর ভাবি,অসুখটা কার?
তোমার?
আমার?
নাকি এই শালার শহরের?