কবির বুক চিরা উইড়া যাওয়া শব্দগুলান,
মেঘ আর রংধনুর গা বাইয়া উইবা যাইতাসে,
হেরা পৌছাইতে চায় খোদার কান অবধি।
কিন্তু পরাক্রমশালী ঈশ্বর ব্যস্ত, নিজের সব কাজকাম নিয়া।
তিনি অসীম আসমানে অগনীত তারার গল্প লিখতাছেন,
রঙ আর জীবন ছড়াইতেছেন নিহারীকা ক্যানভাসে।
এরপর একদিন ঘুম থাইকা উইঠা দেহি
পৃথিবী জুইড়া হাহাকার,দূর্ভীক্ষ, কাড়াকাড়ি।
বিশ্ব মোড়লেরা ভাগে জোগে দখল দিসে
গোটা দুনিয়া, যে যার মত।
সক্কলেই জানে আমি বরাবর বিশ্বাসী,
তাই আসমান বরাবর হাত তুইলা চাইতে বইলাম খোদার কাছে,
কিন্তু চামু'টা কি?
এই দুনিয়ায় কি আর চামু,
চায়ে বইলাম তোমারে,
খোদার কানে পৌছাইলো মোনাজাত,
খোদাও হাসিলেন অট্টোহাসি,
হা হা হা ....
পরো ক্ষণে সব আন্ধার,
বইয়ের ভাষায় মহাপ্রলয়।
এরপর আমার চোখ খুইলা দেহি,
শ'খানেক সূর্যের উপর জ্বালায় দিসে আমারে।
বুইঝা গেলাম খোদার হাসির মানে,
যা চাইসি খোদা তাই দিছেন আমারে।