নীরবতা আজকাল কন্ঠনালী থেকে মাথায় উঠে বসে
চিৎকার করে বলে অস্তিত্ব কোথায়?
অস্তিত্ব কোথায়? অস্তিত্ব বিলীন।
রক্ত প্রবাহ সজোরে আঘাত হানে হৃদপিণ্ডে।
যতসব শূন্য মানুষের আনাগোনায় দম বন্ধ হয়ে আসে,
এই শূন্যতায় বিবষ হয়ে ওঠে চোখ, ঠোঁট,
প্রকৃতি ও চারিদিক।
নর্দমায় বেড়ে ওঠা কিছু কিট পতঙ্গ জেকে বসে
একটা হামিংবার্ডের পাখনায়।
হতঃ বিহ্বল পাখি পথ হারায়, এদিক সেদিক।
বিজ্ঞপ্তি আসে, হাজার খানেক কিট সহ এক পাখি নিখোঁজ।
নৈঃশব্দের চিৎকারে শহর জুড়ে নামতে থাকে শুন্যতার ভীড়।