এই মহামহীম শূণ্যতা জুড়ে
শুধু কবিতায় হয় সন্ধী,
তাই ফিরে এসো, এক্ষুনি কবিতার পাশাপাশি।
তাই দেখো নড়বড়ে কলমে,
আঁকবো ভেবে তোমাকে,
এঁকে ফেলি কবিতা।

কবিতারা সরে যায়, উড়ে যায় দূরে,
ধবধবে পায়রার স্নেহহীন পলকে,
জোনাকের আলোকে, প্রেমিকার কাজলে।
পূর্ণিমা সরবর, স্বরতানে কল্লোলে,
কাঙ্ক্ষিত ত্বরণে, তটিনীর বাকে বাকে,
কবিতারা ভেসে যায়, সরে যায়, উড়ে যায় দূরে।

নাইন পাশ প্রেমিকের হাফ পাশ টিকেটে।
দিবা শাখা ছাত্রের ঘুম ভাঙ্গা সকালে।
কবিতারা মরে যায় শহরের দূষণে।

কবিতারা ঢাকা পরে পোস্টারে, ব্যানারে
ট্রাফিক যানজটে, সহমত সেলামে।
কবিতারা পুড়ে যায় ককটেইল আগুনে,
কবিতারা চাপা পড়ে পিচ ঢালা সড়কে।
কবিতারা ঝুলে পড়ে কংক্রিট বেদনায়।

কবিতারা যায় ছেড়ে গাছ খেকো সভ্যতা,
বুক চিঁড়ে ফেলে যায় মহামহিম শূণ্যতা।