মনের ভিতর ভীষণ আপণ একটা তুমি ছিলে,
যাকে ভালোবেসে কাশবনে সূর্য প্রকট লাল হতো কিংবা চন্দ্রিমায় অঝোরে বৃষ্টি নামতো, সেই তুমি মনের মাঝেই মরে গেলে, কবর হলো রক্তঝরা গোপন অলিন্দে।
এমনটা হওয়ারই ছিলো নয়তো তুমি চেয়েছিলে......

আমার একটা একান্ত তুমি ছিলে
ঝড়, রোদ,  খড়া,  বাদল দিনের তুমি,
হাসি - কান্নার তুমি,
আমার সব আকথা,  কুকথার শেষ শ্রোতা তুমি।
এখনো অনেক কথা জমে আছে জানো??  তুমি আছো কিন্তু আমার একান্ত তুমিটা নেই।
এখনো দেখ মাঝরাতে ঘুম হয় না, বুকের পাজর সংকুচিত হয়ে আসে,  সব কিছু ঝাপ্সা হয়ে উঠে কিন্তু তুমি আসো না।
আমার শূন্য হয়ে আসা চোখের পরিধি  তুমিটাকে চায়, তোমার বাহুর আশ্রয় চায়।
অবসাদ কুড়ে কুড়ে গ্রাস করে আর  
বলে তোর একটা তুমি ছিলো।