কি হবে এতো বড় উঁচু উঁচু ইমারত
বিলাসিতায় রাত, পোশাক আর গাড়ি দামি দামি।
অনাথ রা যদি রাস্তায় ঘুমায়,
তাহলে মানবতার সেবার নামে
আড়ালে তুমি করছো টা কি।
এদের দূর্গন্ধে যদি নাক তোমার যায় হাতে আটকে ।
কি জবাব দিবে ও টাকা ওয়ালা বিধাতার কাছে।
ভরা পেট তোমার নরম বিছানায় ঘুম আসে না কেন ! প্রশ্ন করছো কখনো নিজেকে ?
ক্ষুধার্থ পথিক দেখ কি নিশ্চিতে ঘুমায় কাদামাটির পালঙ্কে ।
ও উঁচু তলার জীব পরিবর্তন হও মানুষে,
প্রাকৃতিক প্রশান্তি পাবে মানবতার মাঝে।
মানুষ মানুষের জন্যই, ভাবো কয় দিন ই বা বাঁচে।
জিবন এমন ভাবে গড়ো, তোমার অবর্তমানে মানুষ তোমার জন্যই যেন কাঁদে।