সংসার সুখের হয় রমনীর গুণে
সত্য হয়েছিল আমার মায়ের জিবনে,
ভাব যদি ছন্দ এটা লিখেছিলো কেউ কোন ক্ষনে
তাহা আমি জানাই ছালাম প্রতিটি বারে বারে।
এমন স্বার্থহীন মানুষ দেখিনি জিবনে
যে পারে নিজের জিবনের সবটুকু দিতে,
সংসার স্বামী সন্তানের জন্য যুদ্ধ করে
হাসি ফুটিয়েছে সবার মাঝে।
কোন এক কোলাহল বিকেলে
যখন সবাই ছিল নিজ নিজ কাজে,
হাসিতে হাসিতে চলে গেল
সেই নারী না ফেরার দেশে ।