তুমি যখনি আসিবে
মোর গায়,
দেখিবে মোর গ্রামখানি
সাজান সবুজ সোনায়।
তুমি যখনি দেখিবে
আমার দূরন্ত মাঠের সীমানা,
চাষি তাতেই লাঙ্গল দিয়ে খুজে পায়
সোনালি মাটির স্বপ্ন ছোয়া।
তুমি বসিবে যখনি মোর
গায়ের তুলসি তলা,
হিন্দু মুসলিম খ্রিষ্টান বৈদ্ধ
সবাইকে দেখিবে পথ চলায়।
তুমি যখনি আসিবে
দেখিবে আমার গায়,
বয়ে চলেছে বিষখালি
ঢেউ এর তরুন ভেলায়।
আবারও নিমন্ত্রন
সোনালি ভোড়ার ছায়ায়
তুমি আসিও আমার গায়
পান সুপারি ডাব দিবো
এ জনমেও ভুলবে না তাহা ।