আমি উর্বর তক্ত মাটিতে পরে থাকা
দুর্ভিক্ষের কঙ্কাল সাড় আধমরা লা্শ
সারা শরীর নিথর হয়ে পরে আছে
শুধু ক্ষুধার্ত চোখ দুটো নড়ছে
কিছুই করার নেই আমার,
শুধু শকুনদের চেয়ে চেয়ে দেখছি
ওদের সারা শরীরে রংধনুর রাজ পালক
ওদের এক একটা ছোঁ,যেন এক একটা বুলেট
যা আমার হৃদয় ভেদ করে যায়
কিন্তু রক্ত ঝরে না,ঝরে আর্তনাত
সারা শরীর ক্ষত বিক্ষত
ধূলো দিয়ে ব্যান্ডেজ করা আমার।
আমি আকাশ দেখি লাল
যা আমার মৃত্যুর পথে সাহস বাড়ায়,
আমার নাড়ি টেনে টেনে ছিড়ছে
হাড় ঠুকছে,রক্ত পান করছে
কিছুই করার নাই আমার
মুখে ঐ টুকু শক্তি নেই
যে বলব – এই যা, হুশ হুশ
শুধু মুখে হাসি ,বিরাট সম্ভাবনা
আমি অপেক্ষায় আছি
কখন আমার প্রানটাকে ছোঁ মেরে নিবে।
হাজার হাজার আধমরা লাশের মাঝে
কিছু লাশ চেয়ে আছে,দেখছে-
ওরা কি ভাবে এক লাশ থেকে অন্য লাশে যায়।
কিছুই করার নেই আমার
শুধু ঘৃণার চোখ দিয়ে ভঁয় দেখাই।