চোখ খুলে দেখি অনেক শতাব্দী পুরনো হাসি সাগরের তীরে ভেসে আসে জোয়ারের তোড়ে,
পুতির মালার দোলনি আঁচলে লুকিয়ে কুয়াশার ফ্রেমে বন্দী ক্ষীণ দিন,
বুকের ভেতরে হৃৎপিণ্ডে নাছোড়বান্দা কম্পন,
ফুসফুস চেরা উল্লাস বিষন্নতার কুটিরে অনলের ফুলকি তোলে,
আঁতুড়ঘরে সদ্য জন্মানো শিশুর চোখে লেগে থাকা বিস্ময় আমাকে করেছে দান,
ছিপছিপে শীর্ণকায় ভিখারির হাতে আগুন রাঙা সূর্যোদয়,
মায়াবী প্রহর স্বপ্ন দেখায় ছায়াপথের,
প্রকৃতি নৈসঃঙ্গপ্রিয় একাকী প্রেমিক,
ভোরের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়েছে।
পাতার মর্মর শব্দ তুলে,
গাছপালার আর্তচিৎকার শহরের দেয়ালে লেপে চলছে ট্রেন।