কথা ছিলো তপ্ত দুটো চায়ের কাপে চলবে প্রেমের আলাপ,
নিকোটিন ঝড়, পিরিচের সঙ্গে কাপের অবৈধ মেলামেশা,
দূর পাহাড়ে ছড়িয়ে থাকা কুয়াশার বাণ,
নৈঃশব্দকে বুকে টেনে চুমু খায়,
শব্দের ফুলকি ছুটছে দিকবিদিক,
নিঃশ্বাসের টানে দোলায়িত নগ্নতা,
বিজ্ঞাপনে প্রেম নেই,
শরীর, মনের দ্বন্দ্বে হেরে যায় সময়
খর মধ্যাহ্ন মানি না,
জ্যোৎস্নার ভুল কালক্ষেপণ,
ভালোবাসার ম্যানিফেস্টোতে আটক আয়ুষ্কাল।
কথা ছিলো শরীরে শরীর চড়বে
অধিকতর ক্লান্ত দেহ এলিয়ে যাবে স্তন খাঁজে,
অনাবিষ্কৃত কবিতা বিদ্রোহ করে,
আমাকে খুঁজতে দাও
পাথরের স্তুপ থেকে ফিরে পাওয়া প্রাণে প্রেমের আত্মশুদ্ধি,
বালিকার দেহ নদীর মতো, আকাশের মতো,
ক্যানভাস বললে মিছিলের ডাক দিও না।
নব্য কবি কবিতা আওড়ায়,
তুমি ধূসর খাতার কবিতার মতো সদা সশব্দ,
চতুর্দিক থেকে ধেঁয়ে আসছে কাম যন্ত্রণা,
পাখির নিঝুম গান পাতার আড়ালে এক্কা দোক্কা খেলে।