তুমি নেতানিয়াহুর মতো,
যেমনটা ছিলো তোমার বাবা,
পাকিস্তানি হানাদার বাহিনী কিংবা তারও আগে বৃটিশদের রাজ,
আমি জানি তোমরা যুগে যুগে এসেছো,
রাক্ষস দাঁতে লেগে থাকা রক্ত হাজার বছর পুরনো,
নখের ভেতর আটকে আছে হাজারো লাশের মাংসপিণ্ড,
উন্নয়নের বুলেটে পাপ বাড়ে,
তুমি রেলের কান্না শুনো, আমি শুনি মা এর আহাজারি,
ওরা কবরকে বানিয়েছিলো বাগিচা,
সামনে নাকি ফাগুন আসবে,
জোয়ার আসবে লাশের মিছিলে,
রফিক,জব্বার ঘুমোয় নি কবরে,
মিছিলের সামনে দেখো ফুটফুটে কতো শিশু,
ওরা গাজায় না শহীদ হয়েছিলো এই বাঙলায়,
তুমি চেতনার গান গাও, তুমি গণতন্ত্রের গান গাও,
তুমি রাক্ষসী হয়ে মিথ্যা বুলি আওড়াও,
আমি শুরু দেখেছি, শেষ দেখেছি
মাঝপথে শূন্যতার বাতাসের সাথে লড়েছি,
জেনে রেখো তোমার মৃত্যু হবে,
তুমি মরবে পা এর তলায়,
উৎসব তুমি ফিরে এসো সেদিন,
ফিরে এসো গণতন্ত্র।