গাছ, লতাপাতার দোরগোড়ায় জমেছে ক্ষোভ,
"ঝড় নামবে" আকাশ বলেছে,
রক্তাক্ত প্রান্তরে আজ চূড়ান্ত সম্মতি,
দুর্বার ক্রোধের সুবাসে ছেয়ে গেছে কাপুরুষের আত্মা,
আন্দোলিত মাটি কাঁপছে,
আসন্ন জন্মেরা চোখ খুলে দেখো ধ্বংসস্রোত,
মুষ্ঠিতে প্রাণ, শোকগ্রস্ত ব্যাধির হোক অবসান।
যত দৃষ্টি যায়,
চোখ দেখে গণজাগরণ,
জড় অন্ধকার, কুয়াশা ভেদ করে আসে আলোক বারতা,
নৈঃশব্দ মুছে ফেলে নতুন আগন্তুক,
তোমাদের ঘুম ভাঙার অপেক্ষায় আছে প্রজন্ম,
অব্যক্ত অনুচ্চারিত প্রতিবাদ লেখা হচ্ছে কালো অক্ষরে,
তোমাদের তন্দ্রা ভেঙে উত্তপ্ত সূর্যের কাছে যাও,
অকাল দুর্ভাবনা কেটে গেছে,
সুউচ্চ পর্বত এসে দাঁড়িয়েছে পাশে,
জোয়ার ভাঁটার দ্বন্দ্ব চিরকাল,
আমরা জাগ্রত সত্যের দলে,
কাস্তে, কোদাল, জ্বলন্ত মশাল হও হাতিয়ার,
দুর্বারগতিতে চলছে মিছিল,
শত কোটি এক প্রাণ,
জনতরঙ্গে বিদ্রোহের ঢেউ,
অরণ্য, পর্বত, সমুদ্র, রক্ত বন্যা দিবো পাড়ি,
নোঙর বাঁধো বিজয়ের,
গদি ছাড়া হোক স্বৈরাচার।