এই যে হৃদয় কোণে বিষাদ নিয়ে বসে আছে,
ঘাস ফড়িং আর প্রজাপতির দল
তোমরা কি তার খবর রাখো?
শিমুল ফুল আর বসন্ত বলেছে আসবে না আর নগরীর বুকে,
শান্ত নদী, কুঁড়েঘর, উঠোন কোণে লাউয়ের ডগা,
দুমড়ে মুচড়ে যাওয়া সবুজ ঘাসের কান্না,
অনেক শতাব্দীর অগ্নি বলয়ে ভূমিসাৎ।
কখনো হারিয়েছে শিমুল ফুল, কৃষ্ণচূড়ার লাল রঙ
নদী ছিলো,
সদ্যোজাত কিশোরী দেহের মতো চঞ্চল।
মাঠ ছিলো,
মাটির ক্ষুধা, ধুলোর পিপাসার কামনায় নেমে আসা শিশির ফোটা,
নীলাভ আকাশ, বাতাসে শস্যের ঘ্রাণ,
ইট, পাথর আর মানব ছায়ায় ভূমিসাৎ।
চারদিককার অট্টহাসির আড়ালে মৃতদেহের দুর্গন্ধ,
কালো আকাশের দিকে চেয়ে ভাবি,
যুদ্ধ,
দেবতা আর প্রকৃতি হেরে গিয়েছে মানবের কাছে।