আকাশের তীর ঘেষে বেড়ে ওঠা বাতিরা নিভে গিয়ে ডেকে আনে একবুক অন্ধকার,
দিন নিঃশেষ হয়ে নেমে আসে রাত,
জানালার ওপাশে মোটর গাড়ির হুঙ্কার,
নভেম্বরের আধো শীতে দুজনার গায়ে ভিন্ন চাদর,
দুরত্বকে দোষারোপ করেছিলো কে?
আশ্রিত প্রেমাহত পাখি নীড় হারা মানব সম্প্রদায়,
বাস, মেট্রো, রিকশার চাকায় ঘন নীল বিষ,
বৈপরীত্য, নিঃসঙ্গতা, একাকী ঘরে ছায়ার বিচরণ,
সকাল, দুপুর, রাত চলছে আফিস,
এভারেস্টসম কর্মযজ্ঞ,
দৃষ্টিতে অনন্তের পোড়া দাগ,
নদী আর সাগরের চুমুকে হিংসা করি,
দিন চলে যায়,
আমাদের আজও ঘরে ফেরা হলো না।